Logo
Logo
×

সারাদেশ

এক টাকায় মাংস বিক্রি: প্রার্থীর প্রচারণায় হামলা, ঝাড়ু মিছিল

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৫:০২ পিএম

এক টাকায় মাংস বিক্রি: প্রার্থীর প্রচারণায় হামলা, ঝাড়ু মিছিল

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল-এর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার প্রচারণার গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করেছে বলে জানা গেছে।

এই ঘটনার প্রতিবাদে শনিবার (৮ নভেম্বর) দুপুরে চরভদ্রাসন উপজেলা সদরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা সদর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজ ও সাধারণ মানুষ।

মিছিলকারীরা অভিযোগ করেন, রায়হান জামিলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ায় একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তার প্রচারণা সামগ্রী ভাঙচুর করেছে।

তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, ১ টাকায় গরুর মাংস ও ১০ টাকায় ইলিশ বিতরণ করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রায়হান জামিল। তার জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিপক্ষ এখন নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত সমর্থকরা বলেন, জনগণের ভালোবাসা অর্জনের কারণে রায়হান জামিল এখন সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তারা প্রশাসনের কাছে ভাঙচুরকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার