Logo
Logo
×

সারাদেশ

আরিফের প্রচারণা শুরুর আগেই বিদ্রোহের মিছিল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪৯ এএম

আরিফের প্রচারণা শুরুর আগেই বিদ্রোহের মিছিল

নানা নাটকীয়তার পর মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে তাকেই চূড়ান্ত করেছে হাইকমান্ড।

কিন্তু ওই আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগের রাতেই মিছিল করেছে বিদ্রোহীরা।

শুক্রবার বাদ জুমা গোয়াইনঘাটের রাধানগর বাজারে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি দিনটি শুরু করেন রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় এবং বিএনপির প্রয়াত নেতা, সাবেক সংসদ সদস্য জননেতা দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারতের মাধ্যমে।

পরে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে আরিফুল হক বলেন, এই আসনের সব অলিগলি আমার চেনা, সমস্যাগুলো সম্পর্কেও আমি অবগত। আমি নির্বাচিত হলে এবং বিএনপি ক্ষমতায় গেলে প্রথম এক বছরের মধ্যেই এসব সমস্যা সমাধান করে দেবে।

তিনি আরও বলেন, এই আসনে একাধিক প্রার্থী ধানের শীষের প্রচারণা চালিয়েছেন, তারা সবাই যোগ্য ও ত্যাগী নেতা। বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, সবাইকে যথাযথ সম্মান দেওয়া হবে। আমি সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে উপহার দিতে চাই।

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেন। তারা দলীয় উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার অন্তত ১৩টি স্থানে অনুষ্ঠিত এসব মিছিলে অংশগ্রহণকারীরা ‘মানি না মানবো না, লোকাল ছাড়া মানি না’, ‘হাকিম ছাড়া মানি না’ এমন স্লোগানে মুখর রাখেন এলাকা।

গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মনোনয়ন নিয়ে সিলেটে ফেরেন আরিফুল হক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার