Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে এবার এক পাবিহীন অটোরিকশাচালকের ওপর গুলি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

চট্টগ্রামে এবার এক পাবিহীন অটোরিকশাচালকের ওপর গুলি

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এক পাবিহীন অটোরিকশাচালককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অটোরিকশাচালকের নাম মোহাম্মদ ইদ্রিস আলী।

বৃহস্পতিবার বিকালে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। চালকের বাম পা এবং ডান হাতে গুলিবিদ্ধ হয়। তবে আগে থেকেই তার ডান পা নেই। মাদকের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসীরা তার ওপর এ হামলা চালায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

চালিতাতলী এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে হামলা ও গুলিবর্ষণের ২৪ ঘণ্টা না পার হওয়ার আগেই একই এলাকায় গুলির ঘটনা ঘটল।

পরিবারের দাবি, চিহ্নিত সন্ত্রাসীরা ডেকে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। নগরীর বহদ্দারহাট এলাকায় মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করার কারণে চক্ষুশূল ছিল আহত ইদ্রিস এবং তার ভাই। এর আগেও নানাভাবে হুমকি দেওয়া হয়েছিল তাদের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ অবস্থায় ইদ্রিস নামে একজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনি ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার