Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:০৫ পিএম

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মেহেদী হাসান নামে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গিমাডাঙ্গা পৌর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে মেহেদীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

সাংবাদিক মেহেদী হাসান দৈনিক কালবেলার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল নবধারার সম্পাদক ও প্রকাশক। এর আগে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি।

ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে মশালমিছিল বের করা হয়। এ সময় নেতাকর্মীরা লাঠিসোঁটা, লোহার রড দিয়ে দোকানপাট ভাঙচুর ও রাস্তার পাশে থাকা পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেন। ওই ঘটনায় মেহেদী হাসানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

টুঙ্গিপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন টায়ারে আগুন ধরিয়ে দেওয়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেন।

এদিকে, সাংবাদিক মেহেদী হাসানকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা। এ ঘটনার নিন্দা জানিয়ে তার মুক্তি চেয়েছেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার