Logo
Logo
×

সারাদেশ

১৮ ঘণ্টার মধ্যেই বেরোবি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

১৮ ঘণ্টার মধ্যেই বেরোবি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. ফেরদৌস রহমান পদত্যাগ করেছেন। বুধবার (৫ নভেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার ১৮ ঘণ্টার মধ্যেই তিনি পদত্যাগ করেন।

এ বিষয়ে মো. ফেরদৌস রহমান বলেন, ‘আমি আসলে চাপ নিতে পারব না। গতকালই আমার অপারগতার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। এর আগে আমার বিভাগীয় প্রধানের এক বছর পূর্তি হওয়ার আগেই আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন পরিচালনার মতো বড় দায়িত্ব আমার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। ’ 

এর আগে, মঙ্গলবার (৪ নভেম্বর) ১১৬তম সিন্ডিকেট সভায় কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এ নির্বাচন কমিশনের প্রধান হিসেবে বিজনেস অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমানকে নিয়োগ দেওয়া হয়।  

আরও পড়ুন
নির্বাচন কমিশনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী। 

এদিকে বেরোবির ছাত্র সংসদ নির্বাচন কমিশনার পদ থেকে অধ্যাপক মো. ফেরদৌস রহমান পদত্যাগ করায় নির্বাচন নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার