Logo
Logo
×

সারাদেশ

মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:১৭ এএম

মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে দেয় এলাকাবাসী। ছবি : বিডিনিউজ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পাগলা থানার ওসি ফেরদৌস আলম।

পরে এক কিশোরীকে যৌন নিপীড়নের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

কারাগারে যাওয়া আব্দুল করিম মিলিটারি (৬৮) মশাখালী ইউনিয়নের বাসিন্দা।

মামলার বরাতে ওসি ফেরদৌস আলম বলেন, আব্দুল করিম এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকার শুনে এলাকার লোকজন তাকে আটক করে। পরে তাকে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি বলেন, “জুতার মালা পরানোর বিষয়টি আমি নিশ্চিত নই। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।”

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন বলে জানান ওসি ফেরদৌস।

ময়মনসিংহ সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, “একজন বৃদ্ধকে এভাবে গাছে বেঁধে গলায় জুতার মালা পরানো সামাজিক অবক্ষয় ছাড়া আর কিছু নয়।

“কেউ যদি অপরাধ করে আইন অনুযায়ী তার শাস্তি হবে। মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন না করলে সমাজে অবিচার অনাচার রোধ করা যাবে না।”

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার