Logo
Logo
×

সারাদেশ

পিরোজপুরে ৩টির মধ্যে দুই আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

পিরোজপুরে ৩টির মধ্যে দুই আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। ঘোষিত ২৩৭ আসনের তালিকায় পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে দুটি আসনের প্রার্থী চূড়ান্ত হলেও এখনো ঝুলে আছে পিরোজপুর–১ আসনের মনোনয়ন।

বিএনপি বরিশাল বিভাগের ২১ আসনের মধ্যে ১৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় কমিটি এই প্রার্থীদের নাম ঘোষনা করেছে। 

সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বরিশালের ১৬টি আসন থেকে বিএনপির যারা নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে পিরোজপুর–৩ আসনে (মঠবাড়িয়া) উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমীন দুলাল। 

আরও পড়ুন
অন্যদিকে পিরোজপুর ২ আসনে (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে ও ভান্ডারিয়া বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে পিরোজপুর-১ আসনের মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা কাটাতে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় নেতারা। তাদের প্রত্যাশা, রাজনৈতিক ঐতিহ্য ও দলীয় সাংগঠনিক দক্ষতা এবং গ্রহণযোগ্যতার ভারসাম্য বিবেচনায় শিগগিরই এ আসনেও চূড়ান্ত ঘোষণা আসবে।

দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর-১ আসনে (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার