বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতির পদত্যাগ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ এএম
					বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি পদত্যাগ করেছেন।
সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতির কাছে তিনি পদত্যাগের বিষয়ে পত্র পাঠিয়েছেন।
এতে ইমতিয়াজ আহমেদ লেখেন, ২০২৪ সালের ২৪ নভেম্বর আমাকে রংপুর মহানগর কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়। এ বছরের ২৭ জুলাই দেশের সব ইউনিটের কমিটি স্থগিত করা হয়। দায়িত্বে থাকা অবস্থায় আমি নৈতিকতার সঙ্গে কর্তব্য পালন করার সর্বোচ্চ চেষ্টা করে এসেছি।
তবে রোববার একটি চিঠির মাধ্যমে পুনরায় সারা দেশের সব কমিটি পুনর্বহাল করা হয়েছে। আমি মনে করি এই সিদ্ধান্তটি প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য ও মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। পুনর্বহালের করণে আবারও অনেকে প্ল্যাটফর্মটি ব্যবহার করে নেতিবাচক কাজে নিয়োজিত হবে- এমন আশঙ্কা প্রকাশ করছি। এমন পরিস্থিতি বিবেচনায় এনে আমি স্বেচ্ছায় আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি।