নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ ফরিদগঞ্জ যুবদলের
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা-বানোয়াট অভিযোগ তোলার প্রতিবাদে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ যুবদল। এ সময় তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও করা হয়।
সোমবার (৩ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ বাজারে মিছিল শেষে কালিরবাজার চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করে যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিনের নেতৃত্বে, উপজেলা যুবদল নেতা মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. রাজু পাটোয়ারী, ফারুক হোসেন রন, মো. ছবুর পাটওয়ারী, জীয়া চৌধুরী, আরিফ তরফদার, আব্দুল কাইউম সুমন, আরিফ পাটওয়ারী, এমরান দনিদার, আরিফ, মাহফুজ, সুমন আনোয়ার, সবুজ, রাছেল, মাহিন মেম্বার, হাবিব মেম্বার, মাসুদ, হাফিজ, মাসুদ, রুবেল, সাদ্দাম, রাফিকুল ইসলাম, পারভেজ, মো. শরীফ, তানজিল হোসেন গাজীসহ নেতাকর্মীরা।
এর আগে, গত ১ নভেম্বর রাজধানীর পল্টনে অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। ৫ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যেই টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে। এ ছাড়া ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে ওই টাকা দিয়েও একটা গণভোট আয়োজন করা সম্ভব।’
তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতিও দিয়েছে যুবদল। যৌথ বিবৃতিতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অশোভন মন্তব্য ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে কুৎসা রটনা করেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতেও দেশের সম্মানিত নাগরিক ও প্রাজ্ঞ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়িত্বহীন ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন, যা রাজনৈতিক সৌহার্দ্য ও সহাবস্থানের পরিপন্থি। আমরা এ ধরনের আচরণকে দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অসৎ প্রচেষ্টা হিসেবে দেখি।’