Logo
Logo
×

সারাদেশ

খুলনায় বিএনপি অফিসে গুলি ও বোমা হামলায় শিক্ষক নিহত

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০২:০৯ এএম

খুলনায় বিএনপি অফিসে গুলি ও বোমা হামলায় শিক্ষক নিহত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় ইমদাদুল হক নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ ও বেলাল হোসেন নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে বোমা ও চার রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

এরপর দলীয় নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহতদের তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন। আর বাকি দু’জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

আড়ংঘাটা থানার উপ-পরিদর্শক দিপঙ্কর মন্ডল বলেন, হামলার কারণ এখনও জানা যায়নি। অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার