Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে ফুটবল খেলতে হেলিকপ্টারে এলো বিদেশি খেলোয়াড়

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০১:২২ এএম

ধামরাইয়ে ফুটবল খেলতে হেলিকপ্টারে এলো বিদেশি খেলোয়াড়

ঢাকার ধামরাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এ আয়োজনে হেলিকপ্টারে করে মাঠে আনা হয় বিদেশি ফুটবলারদের; যা ধামরাইয়ের ইতিহাসে এক অনন্য ঘটনা।

রোববার বিকাল ৪টার দিকে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বাস্তা সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত বাস্তা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

চৌহাট ফুটবল একাদশ এবার বিদেশ থেকে খেলোয়াড় হায়ার করে। তাদের আনা বিদেশি খেলোয়াড়রা হেলিকপ্টারে করে মাঠে পৌঁছায়। এ সময় মাঠজুড়ে দর্শকদের মধ্যে কৌতূহল ও আনন্দের নতুন মাত্রা যোগ হয়।

ফাইনাল ম্যাচে অংশ নেয় চৌহাট ফুটবল একাদশ ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি প্যারাডাইস ফুটবল একাদশ। চরম উত্তেজনাপূর্ণ এ খেলায় চৌহাট ফুটবল একাদশ ১–০ গোলে বালিয়াটি প্যারাডাইস ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। রানারআপ হয় বালিয়াটি প্যারাডাইস ফুটবল একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। সভাপতিত্ব করেন বালিয়া সবুজ সংঘের সভাপতি ও উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান বাদল। আয়োজনের পৃষ্ঠপোষকতা করেন ধামরাই উপজেলা যুবদল নেতা সজিবুজ্জামান রুবেল।

প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খান ফরহাদ, ঢাকা জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আমিনুর রহমান এবং উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মধু, কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, যুবদল নেতা ফারুক হোসেন ও ছাত্রদল নেতা হৃদয় আহমেদ।

খেলা শেষে প্রধান অতিথি তমিজ উদ্দিন বিজয়ী চৌহাট ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি এবং বালিয়াটি প্যারাডাইস ফুটবল একাদশকে রানারআপ ট্রফি তুলে দেন।

চৌহাট ফুটবল একাদশের ম্যানেজার মো. সুজন মাহমুদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হওয়াতে আমরা অধিক গুরুত্বসহকারে বিষয়টি বিবেচনা করি। এই ম্যাচটি চিরস্মরণীয় বরণীয় করে রাখতে আমরা বিদেশি খেলোয়াড়দের হেলিকপ্টারে মাঠে আনার সিদ্ধান্ত নেই। বিদেশি খেলোয়াড় ও হেলিকপ্টার ভাড়া করতে আমাদের গুনতে হয়েছে প্রায় বিশ লক্ষাধিক টাকা। আমাদের লক্ষ্য ছিল এ খেলায় জয়লাভ করা। বিজয় সূচক গোলটি করেন নাইজেরিয়ান খেলোয়ার নেনি।

টুর্নামেন্টের আয়োজক উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান বাদল ও কামান রুবেল বলেন, আমরা এ টুর্নামেন্টটি স্মরণীয় করে রাখতে অংশগ্রহণকারী সব ফুটবল টিমকে বলেছিলাম আপনারা যে যার সামর্থ্য মতো দেশি-বিদেশি খেলোয়াড় আনতে পারবেন। এর মধ্যে চৌহাট ফুটবল একাদশ ঘটিয়েছেন বিরল ঘটনা। মো. ফারুক হোসেনের নেতৃত্বে হেলিকপ্টার ভাড়া করা হয় ও আনা হয় বিদেশি খেলোয়াড়দের। 

এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারি মো. আলতাফ হোসেন লাবু বলেন, হেলিকপ্টারে বিদেশি খেলোয়াড় আনায় খেলাটি  প্রাণবন্ত হয়েছে। হাজার হাজার দর্শক মাঠের চারপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে এ ফাইনাল ম্যাচের খেলাটি উপভোগ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার