Logo
Logo
×

সারাদেশ

ওবায়দুল কাদেরকে ‘ব্যঙ্গ’ করলেন তাহেরি!

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:৪১ পিএম

ওবায়দুল কাদেরকে ‘ব্যঙ্গ’ করলেন তাহেরি!

দেশের আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, সুন্নিদের কেউ দুর্বল ভাবলে বড় ভুল করবেন। আমরা অন্যায়-অবিচারের প্রতিবাদ করতে জানি, প্রয়োজনে সরাসরি পদক্ষেপও নিতে জানি।

রোববার (২ নভেম্বর) বিকাল ৪টার দিকে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকায় তিনি এ কথা বলেন। স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদ ও যুব উন্নয়ন পরিষদের আয়োজনে নুনিয়ারছড়া শিল্প এলাকার মাঠে অনুষ্ঠিত ‘কক্সবাজার সুন্নি কনফারেন্সে’ প্রধান অতিথি ছিলেন তিনি।

এ সময় তাহেরি পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পলাতক মন্ত্রী ওবায়দুল কাদেরকে ব্যঙ্গ করেন। তিনি মাদকসেবী, ঘুসখোর ও সুদখোরদের উদ্দেশে তীব্র সতর্কতা দিয়ে তাহেরি বলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ’। মুহূর্তেই উপস্থিত হাজারও মানুষের মধ্যে স্লোগানধ্বনি ওঠেঅ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’।

তিনি বলেন, ‘৫৩ বছরে এমন সময় আসেনি, যখন চারদিক থেকে সুন্নিদের জয়গান উঠছে। এখন সময় ন্যায়ের পক্ষে দাঁড়ানোর, ইসলামের সোনালি আদর্শ পুনরুজ্জীবিত করার।’

অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে তেজস্বী বক্তব্য ও সমসাময়িক ইস্যুতে সরব থাকার কারণে মুফতি তাহেরি প্রায়ই আলোচনায় থাকেন। বর্তমানে তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার