Logo
Logo
×

সারাদেশ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট আলেম নিহত

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ এএম

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট আলেম নিহত

ঠাকুরগাঁও শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট আলেম এবং গোবিন্দ নগর মুন্সিরহাট মাদ্রাসার অধ্যক্ষ হাজী শফিউল আলম (৫৭) নিহত হয়েছেন।

​শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন। ​বিশিষ্ট এই আলেমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অধ্যক্ষ শফিউল আলম মোটরসাইকেলযোগে জেলা শহর থেকে নিজ বাড়ি জগন্নাথপুর গ্রামে ফিরছিলেন। ঠাকুরগাঁও সার্কিট হাউস এলাকায় পৌঁছালে তিনি একটি রিকশাভ্যানকে অতিক্রম করার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। নিহত শফিউল আলমের বাড়ি সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে। তিনি হজ গাইড হিসেবে দীর্ঘদিন এলাকার মানুষকে সেবা দিয়ে আসছিলেন।

​ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার