Logo
Logo
×

সারাদেশ

ভিখারি সেজে ঘরের দরজায় টোকা, যা ঘটল গৃহবধূর সঙ্গে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম

ভিখারি সেজে ঘরের দরজায় টোকা, যা ঘটল গৃহবধূর সঙ্গে

চট্টগ্রামের লোহাগাড়ায় ভিখারি সেজে এক নারীকে মারধর করে গলার সোনার চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আধুনগর সর্দানীপাড়ার তফসীর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ রোকসানা আক্তার জানান, বোরকা পরিহিত এক নারী ভিক্ষা চাইতে তার বাড়ির গেটে আসে। তিনি প্লেটে করে চাল দিতে বাইরে গেলে ওই নারী হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গেই আরেকজন বোরকা পরিহিত মুখোশধারী পুরুষ ঘরে ঢুকে আমার পেটে ভাঙা আয়না দিয়ে আঘাত করে গলা চেপে ধরে সোনার চেইন ছিনিয়ে নেয়। এরপর আলমারি ভেঙে কাপড় তছনছ করে দেয়। চিৎকার করলে হত্যার হুমকি দিয়ে গেটের বাইরে হুক লাগিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে চিৎকার শুনে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, খবর পয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার