Logo
Logo
×

সারাদেশ

এবার ১ টাকায় গরুর মাংস বিক্রি করবেন সেই এমপি প্রার্থী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম

এবার ১ টাকায় গরুর মাংস বিক্রি করবেন সেই এমপি প্রার্থী

১০ টাকায় ইলিশ বিক্রি করা ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সেই স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার ১ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন। সম্প্রতি মাংস বিক্রির একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

পোস্টারে দেখা যায়, ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিলের পক্ষ থেকে (৩০ অক্টোবর) বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলায় ১ টাকায় কেজি গরুর মাংস বিক্রির ঘোষণা দেন।  

এ বিষয়ে রায়হান জামিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাংস বিক্রির বিষয়টি নিশ্চিত করে জানান, আমি (৩০ অক্টোবর) বৃহস্পতিবার গরুর মাংস বিক্রি করবো। যাদের কাছে এই মাংস বিক্রি করা হবে তাদের তালিকা করে টোকেন দেওয়া হয়েছে। আমরা আপাতত ১শ জন অসহায়-দরিদ্রদের তালিকা করেছি।  

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকা কেজিতে ইলিশ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে জনতার চাপে স্বেচ্ছাসেবকদের রেখে স্থান ত্যাগ করেন রায়হান জামিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার