Logo
Logo
×

সারাদেশ

হবিগঞ্জে জেলা জামায়াত আমিরের গাড়িতে হামলার অভিযোগ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৩:০৪ এএম

হবিগঞ্জে জেলা জামায়াত আমিরের গাড়িতে হামলার অভিযোগ

হবিগঞ্জে জেলা জামায়াতের আমির কাজী মুখলিছুর রহমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মুখলিছুর রহমান মাধবপুরে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

জেলা জামায়াতের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বলেন, “শান্তিপূর্ণ নির্বাচনি প্রচারে বাধা সৃষ্টি এবং প্রার্থী-সমর্থকদের ভয়ভীতি দেখাতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।”

জেলা জামায়াতের এক বিবৃতিতে বলা হয়েছে, “যেসব দুষ্কৃতিকারী এই ঘৃণ্য কাজটি করেছে, আমরা তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

“আমরা স্পষ্ট জানাতে চাই, এ ধরনের হামলা চালিয়ে জনগণের সমর্থন এবং নির্বাচনি কার্যক্রম থেকে আমাদের বিরত রাখা যাবে না।”

মুখলিছুর রহমান বলেন, “জনগণের সমর্থন দেখে একটি মহল ভীত হয়ে এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়।"

মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার