Logo
Logo
×

সারাদেশ

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুল্যান্সে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো অ্যাম্বুল্যান্সটিতে । এতে আগুনে সম্পূর্ণ পুড়ে যায় অ্যাম্বুল্যান্সটি ।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ত সড়কে হঠাৎ অ্যাম্বুল্যান্সটির  ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি থামিয়ে নামেন। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো অ্যাম্বুল্যান্সে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও, সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ বেশি কাছে যেতে পারেননি।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

তিনি আরও জানান, সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার