বিইউপি শিক্ষার্থী ধর্ষণ ঘটনায় মূলহোতা গ্রেফতার, রিমান্ডে সহযোগী

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:২১ পিএম

সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থী ২৫ বছর বয়সি তরুণীকে ধর্ষণের ঘটনায় এবার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে রোববার (১৯ অক্টোবর) ঐ শিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেফতার মিঠুন বিশ্বাসকে আদালতে পাঠানো হলে ঢাকার চিফ জুডিশিয়াল আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল ওহাব।
সোমবার (২০ অক্টোবর) ভোর রাতে গাজীপুর কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার দ্বিতীয় আসামী সোহেল রোজারিও (৩৭) কে গ্রেফতার করে পুলিশ। সে সাভার কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। এর আগে তার অন্যতম সহযোগী মিঠু বিশ্বাসকে (৪৪) গ্রেফতার করে সাত দিনের রিমান্ড আবেদন করে সাভার মডেল থানা পুলিশ। দুই পক্ষের শুনানি শেষে আদালত মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনায় জড়িত অপর অভিযুক্ত বিপ্লব রোজারিওকে (৪০) ধরতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।
সোমবার সকালে আসামী সোহেল রোজারিও (৩৭) কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঘটনার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৯ দায়ের করেন। এরপর সাভার ও মিরপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষকদের গ্রেফতারে ব্যাপক বিক্ষোভ সমাবেশ শুরু করে।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনার পর থেকে প্রধান অভিযুক্তসহ অন্য দুই আসামি পলাতক ছিলেন। জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে এবং সহযোগী মিঠু বিশ্বাসকে রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।