সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে শামা ওবায়েদ

জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:১৫ এএম

ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক এস এম ইব্রাহিম শেখের (৪৫) পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে গিয়ে তিনি নিহত শিক্ষকের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন।
এ সময় তিনি শোকাহত পরিবারের সঙ্গে কিছু সময় কাটান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।
পরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে শামা ওবায়েদ লিখেছেন, ‘সালথা উপজেলার কাগদী গ্রামের প্রিয়মুখ, সবার শ্রদ্ধার মানুষ ইব্রাহিম মাস্টার আজ ১৯ তারিখে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছেন।
তার এই অকাল প্রয়াণে সমগ্র এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আল্লাহ তায়ালা তাকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করুন— আমিন।’
প্রসঙ্গত, রবিবার সকাল ১০টার দিকে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন শিক্ষক এস এম ইব্রাহিম শেখ। তিনি উপজেলার যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো তিনজন আহত হন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।