ফরিদপুরে এ. কে. আজাদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম
ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়।
রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার বিকালে ওই এলাকায় গণসংযোগ ছিল এ. কে. আজাদের। তিনি পূর্ব নির্ধারিত সময়ে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত হন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ ছিলেন এ. কে. আজাদ ও তার লোকজন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বের হয়ে আসেন তিনি। এ সময় এ. কে. আজাদের গাড়ি বহরের একটি গাড়ি ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়।
পুলিশ জানিয়েছে, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে প্রশাসন। ফরিদপুর সদরের কোতোয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া।