Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে এ. কে. আজাদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম

ফরিদপুরে এ. কে. আজাদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। 

রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার বিকালে ওই এলাকায় গণসংযোগ ছিল এ. কে. আজাদের। তিনি পূর্ব নির্ধারিত সময়ে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত হন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ ছিলেন এ. কে. আজাদ ও তার লোকজন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বের হয়ে আসেন তিনি। এ সময় এ. কে. আজাদের গাড়ি বহরের একটি গাড়ি ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। 

পুলিশ জানিয়েছে, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে প্রশাসন। ফরিদপুর সদরের কোতোয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার