Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে ইনসেপটা ফার্মায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:০২ এএম

ধামরাইয়ে ইনসেপটা ফার্মায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কারখানার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, সন্ধ্যার দিকে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ধামরাই ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  তবে কারখানার ভেতরে থাকা আইপিএস সিস্টেম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায়  কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার