Logo
Logo
×

সারাদেশ

প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, যে কারণে মামলা হয়নি ৪ দিনেও

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম

প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, যে কারণে মামলা হয়নি ৪ দিনেও

পিরোজপুরের নাজিরপুরে মো. দিনু ফকির (৭০) কর্তৃক প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে গত ৪ দিন পরও কোনো মামলা করতে পারেনি ভুক্তভোগী শিশুটির পরিবার। 

সোমবার (১৩ অক্টোবর) উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দিনু ফকির ওই গ্রামের মৃত ফিরোজ ফকিরের ছেলে।

ভুক্তভোগী শিশুটির পিতা জানান, ঘটনার দিন বিকালে তার মেয়ে অভিযুক্তের বাড়ির কাছের নদীর পাড়ের একটি মাঠে অন্য শিশুদের সাথে খেলা করছিলো। এ সময় অভিযুক্ত তাকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে খবর পেয়ে সেখানে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। বিষয়টি  জামায়াত নেতা ফরহাদসহ স্থানীয়রা মিটমাট করে দেওয়ার কথা বলেছে।           

স্থানীয় জামায়াত নেতা ফরহাদ বলেন, ভুক্তভোগী ও অভিযুক্তরা আমার কাছে এসেছিলো। তবে বিষয়টা তারা নিজেরাই মিটমাট করে ফেলবে। মেয়ের বাবাকে কিছু টাকা দেওয়ার কথা বলছে, তা দিবে। স্থানীয় ওয়াহাব ফকিরের কাছে ১০ হাজার টাকা জমাও দেওয়া হয়েছে। বাকি টাকা দিবে। এ নিয়ে লেখার দরকার নাই। 

আরও পড়ুন
অভিযুক্তের ছেলে রাজু ফকির বলেন, বিষয়টি মিটামাট করে দেওয়া হয়েছে। এখানে কোন সাংবাদিক লাগবে না। আর অভিযুক্তের দাবি তিনি পুলিশের একজন অবসরপ্রাপ্ত সদস্য। তিনি এমন কাজ করেন নি।

নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ বিষয়ে তার কাছে ভুক্তভোগীর পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।     

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার