Logo
Logo
×

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে দলীয় কর্মসূচি বাতিল করে ঢাকার উদ্দেশ্যে মির্জা ফখরুল

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পিএম

ঠাকুরগাঁওয়ে দলীয় কর্মসূচি বাতিল করে ঢাকার উদ্দেশ্যে মির্জা ফখরুল

জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ জন্য তিনি এ জন্য তিনি ঠাকুরগাঁওয়ে তার পূর্বনির্ধারিত দুটি সাংগঠনিক কর্মসূচি বাতিল করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে শহরের পৈত্রিক বাড়ি তাঁতিপাড়া থেকে তিনি সৈয়দপুরের যান, সেখান থেকে বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।   

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ। 

আরও পড়ুন
মামুনুর রশিদ বলেন, জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের জন্যই বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ের পূর্ব ঘোষিত কয়েকটি প্রোগ্রাম বাতিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে তিনি জুলাই সনদে অনুষ্ঠানে যোগ দেবেন কি না, তা নিশ্চিত করে বলা যায়নি।

বিএনপির কর্মসূচির বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ জানান, শুক্রবার (১৭ অক্টোবর) বিএনপির মহাসচিবের সাংগঠনিক দুটি সম্মেলন ছিল। এর মধ্যে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় ও স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ও ছিল। জুলাই সনদের জন্য তিনি এই কর্মসূচিগুলো বাতিল করে দ্রুত ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার