এইচএসসির ফলাফল খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৮:১৩ এএম

এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান নাসরিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিষ কুমার সাহা।
তিনি জানান, এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাসরিন নামে এক শিক্ষার্থীকে দুপুর ১২টার দিকে মেডিকেলে নিয়ে আসার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক৷ নুসরাত জাহান নাসরিন প্রত্যেক বিষয়ে ফলাফল ভালো করলে এক বিষয়ে তার ফলাফল খারাপ হয়েছে। সে রেজাল্ট পুনর্বিবেচনার আবেদন করতে পারতো।
জানা গেছে, নুসরাত জাহান নাসরিন বরগুনার আমতলী এলাকার বশির মৃধার মেয়ে।
বরিশাল নগরীতে বাসা ভাড়া নিয়ে রাহাত আনোয়ার হাসপাতালের নার্স বড় বোন নাজনীনের সাথে তিনি থাকতেন।