Logo
Logo
×

সারাদেশ

বিএটির এমডিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ এএম

বিএটির এমডিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান রাজিয়া সুলতানা এই আদেশ দেন। তিনি চার্জ গঠন করে আগামী ১৬ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

এসময় মামলার আসামি বিএটির ব্যবস্থাপনা পরিচালক মনিষা আব্রাহাম, হেড অব অপারেশন জজ লুইথ মাসের্ডো, কোম্পানির সেক্রেটারি সৈয়দ আফজাল হোসেন, কুষ্টিয়া প্ল্যান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। 

গত ২৮ এপ্রিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মো. ফারজুন ইসলাম বাদি হয়ে খুলনা বিভাগের শ্রম আদালতে এ মামলা করেন। 

মামলার নথিতে কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রম আইন না মেনে শ্রমিকদের বঞ্চিত ও নিজেদের স্বার্থ-সুবিধা মতো কারখানা পরিচালনার অভিযোগ করা হয়।

মামলায় এলকালীন নিয়োগ না দিয়ে প্রতি বছর নিয়োগপত্র দেওয়া, চাকরি স্থায়ী না করা, মৌসুমি শ্রমিকদের পরের বছর অগ্রাধিকার না দেওয়া, মৌসুমি শ্রমিকদের ২০১২ সাল হতে আজ পর্যন্ত মুনাফার অংশ না দেওয়া ইত্যাদি অভিযোগ করা হয়েছে।

বাদির ভাষ্য, বিএটিবির কুষ্টিয়া লিফ ফ্যাক্টরি (জিএলটি) চৌড়হাস, বিসিক, কুষ্টিয়া সদর, কুষ্টিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত সত্যতা পাওয়া যায়। আগে আইন বাস্তবায়নে কর্তৃপক্ষ বরাবর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শকের কার্যালয়, কুষ্টিয়া, প্রধান কার্যালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বার বার চিঠি দেওয়া করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ আইন বাস্তবায়ন না করে বার বার চিঠি দিয়ে দীর্ঘসূত্রিতা অবলম্বন করেছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার