চাকসুর ভিপি নির্বাচিত রনি, গ্রামের বাড়ি নাটোরে আনন্দের বন্যা

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:০৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহিম হোসেন রনি। তার এই জয় শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নয়, আনন্দ ছড়িয়ে পড়েছে তার গ্রামের বাড়ি নাটোরেও। বাগাতিপাড়া উপজেলার পাচুরিয়া গ্রামের সন্তান রনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁচুড়িয়া এলাকায় রনি গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে। রনির এই সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। আত্মীয়-প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন তাদের বাড়িতে। কেউ মিষ্টি বিতরণ করছেন। এলাকায় যেন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
রনির বাবা এনামুল হক বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে আমার ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ছেলে যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, সে জন্য সবার দোয়া কামনা করছি।’
স্থানীয় প্যারাবাড়িয়া দাখিল মাদরাসার সুপার ইউসুফ আরেফিন জানান, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার কৃতি সন্তান ইব্রাহিম হোসেন রনি। তার এই জয়ে আমরা সবাই আনন্দিত। সবাই রনির জন্য দোয়া করবেন।
উপজেলা জামায়াতের আমির এ কে এম আফজাল হোসেন জানান, রনি এলাকার খুব ভালো ছেলে। ছোটবেলা থেকেই সে খুব মেধাবী। স্থানীয়দের উপকারের পাশাপাশি সে দেশ ও দশের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নেতৃত্ব দেবেন এমনটাই প্রত্যাশা।