এজেন্টদের ছবিযুক্ত ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর

জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪২ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি রাকসুর ১৫তম নির্বাচন। সর্বশেষ রাকসু নির্বাচন (১৪তম) হয়েছিল ১৯৯০ সালের ২৯ জুলাই।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।
ভোটগ্রহণ শুরুর পরই ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। সকালে ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর তিনি এ অভিযোগ করেন।
ভোটগ্রহণ শুরুর ২০ মিনিট পর ভিপি প্রার্থী আবির জুবেরি ভবন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ অভিযোগের কথা বলেন।
ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আরও বলেন, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। তারপরও প্রতিদ্বন্দ্বী প্যানেলের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমায়েত হচ্ছে।
নির্বাচনে কোনো অনিয়মের চেষ্টা হলে প্রতিহত করা হবে বলেও জানান ছাত্রদলের ভিপি প্রার্থী।
অন্যদিকে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন ছাত্রদলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন।