Logo
Logo
×

সারাদেশ

মুন্সিগঞ্জে নির্জন স্থানে অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৩

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:১৪ পিএম

মুন্সিগঞ্জে নির্জন স্থানে অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৩

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের এক নির্জন স্থানে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি তো বলা হয়েছে, মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল ঢাকা জেলা পুলিশের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকার একটি বাসা থেকে উক্ত ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী রাসেল হাওলাদার এবং তার দুই সহযোগী সাখাওয়াত ব্যাপারী ও তারেক খানকে গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) গ্রেফতার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  আসামি রাসেল হাওলাদার ১১ মামলার আসামি। সে প্রায় এক বছর আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। 

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদপূর্বক অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আসামি গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার