Logo
Logo
×

সারাদেশ

নিরাপত্তায় কাজ করছে ১২০০ পুলিশসহ র‌্যাব-রিজার্ভ ফোর্স

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০১:২১ পিএম

নিরাপত্তায় কাজ করছে ১২০০ পুলিশসহ র‌্যাব-রিজার্ভ ফোর্স
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। নির্বাচনের নিরাপত্তায় পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ২৫০টি সিসি ক্যামেরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে দায়িত্ব পালন করছেন মোট এক হাজার ১২২ জন পুলিশ সদস্য। রিজার্ভ ফোর্স রয়েছে ২০০ জন, মহিলা পুলিশ ১৮ জন, রেলওয়ে পুলিশ আনুমানিক ১০০ জন এবং র‌্যাব সদস্য রয়েছেন প্রায় ১০০ জন। পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, ডিএসবি ও ডিবির শতাধিক সদস্য গোয়েন্দা নজরদারিতে থাকবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৫টি কেন্দ্রের জন্য রয়েছে ৬৭টি কক্ষ। প্রতিটি কক্ষে রয়েছে পাঁচটি ব্যালট বাক্স ও পাঁচজন করে এজেন্ট। একটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন।

ভোট গ্রহণ শেষে হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ভোট কেন্দ্রে আর কেন্দ্রীয় ফলাফল ঘোষণা হবে ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষার্থীরা ভোট দিতে পেরে খুবই উচ্ছ্বসিত। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে আমরা বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদার করেছি। আশা করছি, এই পরিবেশ ফলাফল ঘোষণার সময় পর্যন্ত বজায় থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার