Logo
Logo
×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) নাচোল উপজেলার মারকইল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তবে বিএনপির উভয় পক্ষই দাবি করেছেন, এটি রাজনৈতিক সংঘর্ষ নয় বরং স্থানীয় বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১২ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করেন। ওই ঘটনার প্রতিশোধ নিতে আমিনুল ইসলামের সমর্থকরা মঙ্গলবার সকালে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থকদের ওপর হামলার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৪ জন আহত হন।

নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। তাদের মধ্যে অন্তত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন বলেন, পূর্বের একটি ঘটনা থেকেই আজকের সংঘর্ষের সূত্রপাত। আহতদের মধ্যে আমার কর্মী ও সমর্থক থাকলেও এটি রাজনৈতিক নয়, ব্যক্তিগত বিরোধের ফলাফল।

সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, স্থানীয় একটি বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার