পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা

জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের গিয়াসপুর বাজার সংলগ্ন ঝমঝম মিনি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার।
অভিযানের সময় ঝমঝম পেট্রোল পাম্পের কাগজপত্র পরীক্ষা করা হলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে তেলের মান পরীক্ষায় নিম্নমানের তেল পাওয়া যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নমুনা সংগ্রহ করে পরবর্তী পরীক্ষার জন্য নিয়ে যান এবং প্রয়োজনীয় মুচলেকা ও নির্দেশনা দেন।
খবর পেয়ে কাপাসিয়া থানার ওসি আব্দুর রব ঘটনাস্থলে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থলে এসে অভিযান পরিচালনা করেন। তিনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন নথি, মালামাল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও ফারুক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।