Logo
Logo
×

সারাদেশ

পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম

পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা

গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। 

সোমবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের গিয়াসপুর বাজার সংলগ্ন ঝমঝম মিনি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার।

অভিযানের সময় ঝমঝম পেট্রোল পাম্পের কাগজপত্র পরীক্ষা করা হলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে তেলের মান পরীক্ষায় নিম্নমানের তেল পাওয়া যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নমুনা সংগ্রহ করে পরবর্তী পরীক্ষার জন্য নিয়ে যান এবং প্রয়োজনীয় মুচলেকা ও নির্দেশনা দেন। 

আরও পড়ুন
তবে পাম্পের মালিকের ভাই ফারুক তেলের নমুনা নেওয়ায় বাধা দেন এবং জনতাকে উত্তেজিত করেন। তার প্ররোচনায় উপস্থিত কিছু লোক উত্তেজিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা চালায়। এতে একটি গাড়ির কাচ ভেঙে যায় এবং অন্য একটি গাড়িতে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।  

খবর পেয়ে কাপাসিয়া থানার ওসি আব্দুর রব ঘটনাস্থলে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থলে এসে অভিযান পরিচালনা করেন। তিনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন নথি, মালামাল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও ফারুক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার