৮০০ প্যাকেট খাবার নিয়ে হলে ঢোকার চেষ্টা শিবিরের, অতঃপর..

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী ঐক্যজোটের আনা ৮০০ প্যাকেট খাবার আটকে দিয়েছে নির্বাচন কমিশন ও হল প্রশাসন।
সোমবার (১৩ অক্টোবর) রাতে বেগম খালেদা জিয়া ও মন্নুজান হলে এ ঘটনা ঘটে।
কমিশন ও হল প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর) রাতে সম্মিলিত শিক্ষার্থী ঐক্যজোট প্রার্থী পরিচিতি সভার আয়োজন করে। সভার জন্য শিবির নেতারা বাইরে থেকে কয়েকশ চেয়ার ভাড়া আনেন। তবে হল প্রশাসন এতে আপত্তি জানিয়ে বলেছে, হলের ভেতরের চেয়ার-টেবিল দিয়েই অনুষ্ঠান করতে হবে। পরে রাত আটটার দিকে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের জন্য ৮০০ প্যাকেট খাবার নিয়ে হলে প্রবেশের চেষ্টা করেন।
ঘটনার পর শিবির–সমর্থিত প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের (পিইসি) কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, কমিশন ও হল প্রশাসন বৈষম্যমূলক আচরণ করছে।
রাবি শিবির শাখার সাধারণ সম্পাদক ও প্যানেলের প্রার্থী মুজাহিদ ফয়সাল বলেন, আমাদের প্যানেল কোনো আচরণবিধি ভঙ্গ করেনি। কিন্তু ছাত্রদল–সমর্থিত প্যানেল বারবার ক্লাসরুমে গিয়ে প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ আমাদের খাবার বিতরণ করতে দেওয়া হয়নি, বাইরে থেকে আনা চেয়ারও আটকে দেওয়া হয়েছে। এটি পরিষ্কার পক্ষপাতমূলক আচরণ।
তিনি আরও বলেন, খালেদা জিয়া হল পরিদর্শনের সময় দেখি, এক শিক্ষার্থী ৮০০ প্যাকেট খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলে সে জানায়, এখানে সম্মিলিত ছাত্র জোটের একটি পরিচিতি সভা হচ্ছে, সেই উপলক্ষে খাবার আনা হয়েছে বাইরে থেকে। তখন আমি নির্দেশ দিই, খাবারগুলো ফেরত নিতে।