রাস্তা থেকে মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে গেছে টিকটকার আমিন!

জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০২:১৯ এএম

কক্সবাজারের ঈদগাঁওয়ে এক শিশু ছাত্রীকে রাস্তা থেকে জোরপূর্বক উঠিয়ে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে নুরুল আমিন প্রকাশ টিকটকার আমিন নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভিকটিমের মা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ সংবাদে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ১৩ বছর বয়সী ভিকটিম ছাত্রী একই এলাকার বাসিন্দা নুরুল আবছারের কন্যা। স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী সে।
অভিযোগে জানা যায়, ওই এলাকার হাবিব উল্লাহর ছেলে টিকটকার নুরুল আমিন (২৫) একই এলাকার এই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে দীর্ঘদিন যাবৎ উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়রা তাকে একাধিকবার সতর্কও করে।
এতে প্রতিশোধপরায়ণ হয়ে বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সহযোগীদের নিয়ে টিকটকার নুরুল আমিন ছাত্রীটিকে সিএনজি অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরে এই টিকটকার বিভিন্ন মাধ্যমে ভিকটিমের পরিবার তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে তাকে জীবিত পাবে না বলে হুমকি দেন।
বাদী আরো জানান, টিকটকার আমিন পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকটিমের স্বাক্ষরিত একটি স্ট্যাম্পের ছবি পোস্ট করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় ওঠে। অবিলম্বে ভিকটিমকে উদ্ধারের দাবি জানান স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য জুবাইদুল্লাহ জানান, তিনিও এরকম একটি সংবাদ পেয়েছেন। তবে উভয়পক্ষের কেউ তাকে কিছু জানাননি। বিস্তারিত জানলে প্রকৃত ঘটনা বলতে পারবেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তপূর্বক ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে সর্বশেষ ভুক্তভোগী পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।