কুমিল্লা বিভাগ ঘোষণা নিয়ে বিএনপি নেতার আলটিমেটাম

জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০১:১৫ এএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, কুমিল্লা বিভাগ কুমিল্লাবাসীর প্রাণের দাবি। এ সময় তিনি আলটিমেটাম দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বিভাগ ঘোষণা না হলে কুমিল্লার জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে কুমিল্লা জেলা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের ব্যানারে নগরীর পুবালী চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন।
কুমিল্লায় দ্রুত বিভাগ বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এদিন নগরীতে গণমানুষের ঢল নামে। যৌক্তিক এ দাবি নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।
বিভাগের দাবিতে আয়োজিত সমাবেশে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান আমির।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী এই কুমিল্লা। ত্রিপুরার রাজধানী কুমিল্লা। কুমিল্লায় ষোড়শ শতকে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল, যা বর্তমানে শালবন বিহার নামে খ্যাত। প্রাচীন এই জেলাকে বিভাগ ঘোষণা করা- এ অঞ্চলের জনগণের প্রাণের দাবি। আমরা সরকারকে অনুরোধ করব, দ্রুত কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন।