Logo
Logo
×

সারাদেশ

বাইক থেকে রাস্তায় ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী, পিকআপ চাপায় স্বামী নিহত

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০১:০৯ এএম

বাইক থেকে রাস্তায় ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী, পিকআপ চাপায় স্বামী নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন স্বামী ও স্ত্রী। এ সময় পেছন থেকে আসা পিকআপের চাপায় ঘটনাস্থলেই স্বামী মনিরুল ইসলাম নিহত হয়েছেন। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার সোনাপাহাড় ফেবো ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মনিরুল ইসলামের বাড়ি গাইবান্ধা সদর থানার এলাকায়। এই দম্পতি চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই বোরহান উদ্দিন জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এর পরপরই পেছন থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী নিহত হন। গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থাও আশঙ্কাজনক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার