Logo
Logo
×

সারাদেশ

বিয়ের কথা বলে হোটেলে নিয়ে ধর্ষণে তরুণীর মৃত্যু

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০১:০৭ এএম

বিয়ের কথা বলে হোটেলে নিয়ে ধর্ষণে তরুণীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার রাতে একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের আশ্বাসে ধর্ষণের কারণে এক তরুণীর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। ওই  ঘটনায়  ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।

ধর্ষণে মারা যাওয়া ওই তরুণীর বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নয়াপাড়া এলাকায়। তিনি আশুলিয়া এলাকায় ময়নাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহীর বাঘমারা উপজেলার উত্তর সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) ও পাবনার চাটমোহর উপজেলার নিমাইচুরা গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রেমের সম্পর্কে ওই তরুণীকে উপজেলার চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় তরুণীর অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে নিয়ে অটোরিকশা যোগে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তরুণীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন।

এদিকে হাসপাতালে নেওয়ার পথেই ওই তরুণীর মৃত্যু হলে অ্যাম্বুলেন্স চালক বুঝতে পেরে কৌশলে মির্জাপুর থানায় নিয়ে আসেন। এ সময় সঙ্গে থাকা দুইজনকে গ্রেফতার করেন পুলিশ।

পরে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় বিষয়টি অবগত করলে দুপুরে দুই ধর্ষণকারীদের তাদের হেফাজতে নেয়। পরে ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার