Logo
Logo
×

সারাদেশ

ভালুকায় শ্রমিকদের বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পিএম

ভালুকায় শ্রমিকদের বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে দুইপাশে প্রায় ২০ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে মুলতাজিম স্পিনিং মিলের শ্রমিকরা।

পুলিশ জানায়, চলতি মাসের বেতন ১০ তারিখ দেওয়ার কথা কিন্তু শুক্রবার থাকার কারনে ব্যাংক বন্ধ থাকায় কোম্পানির বেতন আগামী ১২ তারিখ পরিশোধ করবে বলে জানায় মিল কতৃপক্ষ। এতে বিক্ষুব্ধ হয়ে কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে।

এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তির মধ্যে পড়ে যাত্রীরা। পরে বেতন দেওয়ার আশ্বাসে সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, থানা পুলিশের সহযোগিতায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এতে প্রায় ২ ঘন্টা রাস্তা অবরোধ ছিল।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। সড়কের যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার