Logo
Logo
×

সারাদেশ

ফরিদগঞ্জের সাবেক মেয়র গ্রেফতার

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০১:২১ পিএম

ফরিদগঞ্জের সাবেক মেয়র গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক (মাহফুজ) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহফুজ ফরিদগঞ্জ পৌর সদর এলাকার কাছিয়াড়া গ্রামের মাওলানা শহিদ উল্যার বড় ছেলে। সে গত ২০১৭ সালে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন।  

আরও পড়ুন
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বিগত সরকার পতনেরপর থেকে মাহফুজুল হক আত্মগোপণে ছিলেন। বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, মাহফুজুল হকের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার