ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি হেফাজতের

জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কর্তৃক পবিত্র কোরআন অবমাননার দৃষ্টান্তমূলক বিচার না হলে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লং মার্চের ডাক দিতে বাধ্য হবে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় হাটহাজারীতে এক প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি ও হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুফতি জসিম উদ্দিন। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অপরূপ নামের শিক্ষার্থীর কোরআন অবমাননার জঘন্য কর্মকাণ্ড দেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। সরকারের উচিত এর পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা।’
সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা কিফায়াতুল্লাহ বলেন, ‘মুসলমানরা শান্তিপ্রিয় জাতি হলেও প্রতিনিয়ত কোরআন অবমাননার মাধ্যমে উসকানিমূলক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।’
হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হেফাজতের অন্যান্য নেতারা মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আনোয়ার শাহ আযহারী প্রমুখ।
সমাবেশের পর হাজারো আলেম-ওলামা ও তৌহিদি জনতার অংশগ্রহণে হাটহাজারী ডাক বাংলো চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক, হাটহাজারী বাসস্ট্যান্ড ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী মাদ্রাসার সামনে শেষ হয়।