বোরহানউদ্দিনে সহকারী অ্যাটর্নি জেনালের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ পিএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলা কেন্দ্রীয় মন্দিরের দুর্গাপূজা মণ্ডপে ব্যক্তিগত অনুদান দেওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিল। ভাঙচুর করা হয়েছে তার গাড়ি।
এ ঘটনার জন্য সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের সমর্থিত উপজেলা বিএনপির নেতাকর্মীদের অভিযুক্ত করেন ইব্রাহিম খলিল। শনিবার দুপুরের ওই ঘটনার পর বিকালে ভোলা প্রেস ক্লাবে ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পালটাপালটি সংবাদ সম্মেলন করা হয়।
উপজেলা বিএনপির সংসদ সম্মেলনে এ সময় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম নাসিম কাজী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলী আকবর পিন্টু, পৌর বিএনপির সম্পাদক মনিরুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, পৌর যুবদল সদস্য সচিব আবু জাফর মৃধা, ছাত্রদল সভাপতি শাকিল মাতাব্বর, ছাত্রদল সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন রক্ষিত, ওই সংগঠনের সম্পাদক বিল্টু চন্দ্র দাস প্রমুখ।
এরা অভিযোগ করেন, ইব্রাহিম খলিলের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীসহ কিছু লোক ক্ষিপ্ত হয়ে আছেন। শুনেছি তিনি গত বছরের ৫ আগস্টের পর মামলা থেকে ফ্যাসিস্টদের দোসর আসামিদের নাম বাদ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। তিনি বিএনপির কাউকে না জানিয়ে এসেছেন।
থানার পুলিশ ফোন করে জানান, ইব্রাহিম খলিলের গাড়িবহরে কারা যেন হামলা করেছে, দেখার জন্য বলেন। ওই সময় বিএনপির শীর্ষ নেতারা গিয়ে তাকে তোপেরমুখ থেকে রক্ষা করেন। অথচ তিনি ভোলায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা তার (ইব্রাহিম খলিল) ওপর হামলা করেছেন। হামলার ভিডিও তার কাছে আছে, তিনি দেখাতে পারবেন না বিএনপির কেউ তার ওপর হামলা করেছেন।
ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিল তার ওপর হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের অভিযুক্ত করেন। হামলায় ইব্রাহিম খলিলসহ তার তিন সহযোগী আহত হয়েছেন। আহতদের ভোলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ সময় তার ব্যক্তিগত গাড়িতে ডিম নিক্ষেপ ও গাড়ির ক্লাস ভেঙে ফেলে ওই সন্ত্রাসীরা। ইব্রাহিম খলিল জানান, তিনি উপজেলার আটটি মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ শেষে দুপুর দেড়টার দিকে উপজেলা শহরের কেন্দ্রীয় মন্দির পূজা মণ্ডপের সামনে আসার পরই তার ওপর হামলা করা হয়।
হামলাকারীদের মধ্যে ছিলেন, পৌর বিএনপির সহসভাপতি ও ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইদুর রহমান লিটন ও বাজার কমিটির সাধারণ সম্পাদক বাচ্চুর নেতৃত্বে বাবুল, শাকিলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কিছু চিহ্নিত কর্মী। খবর পেয়ে পুলিশ ছুটে আসেন। এ সময় দ্রুত ইব্রাহিম খলিল ঘটনাস্থল ত্যাগ করে ভোলা জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে এসে চিকিৎসা নেন। বিষয়টি বোরহানউদ্দিন থানা পুলিশকে জানান বলেও তিনি উলেখ করেন।
ইব্রাহিম খলিল আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এ জন্যই একটি গ্র“প তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছে।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বোরহানউদ্দিন থানার ওসিকে নির্দেশ দিয়েছি।