নিজ এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়েছে।
সম্প্রতি বিএনপিকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিএনপি ও সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। এতে তারা নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি সংবলিত ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেয়।
এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা বলেন, ‘আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসীরের ঠিকানা শাহরাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ’
যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- যুবনেতা মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্রনেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরন প্রমুখ। এছাড়া বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।