দায়িত্ব নিয়েই অভিযানে গিয়ে যা বললেন সিলেটের নতুন ডিসি সারওয়ার
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৪:৫৫ এএম
দায়িত্ব গ্রহণ করেই সাদাপাথরে ছুটে গেলেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। পথিমধ্যে তিনি হঠাৎ গাড়ি থামিয়ে অভিযানে নামেন।
বীভৎস, বিবর্ণ সাদাপাথরের দৃশ্য অবলোকনের পর জেলা প্রশাসক বলেন, কোম্পানীগঞ্জের সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার বিকালে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সাদাপাথর পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ তদারকি করেন।
এ সময় নবাগত জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, সাদাপাথর থেকে যাতে আর কোনো পাথর চুরি না হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন এবং কিভাবে এমন ঘটনা ঘটেছে- তা খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, জনগণই প্রশাসনের শক্তি, ইতোমধ্যেই জনগণ এ লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পূর্ববর্তী জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে ওএসডি করা হয়। একই দিন আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। বুধবার রাতে সারওয়ার আলম সিলেটে যোগদান করেন এবং বৃহস্পতিবার দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সাদাপাথরে গিয়ে তিনি সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।