Logo
Logo
×

সারাদেশ

কুয়াকাটায় দুই কেজির এক ইলিশ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০১:০২ এএম

কুয়াকাটায় দুই কেজির এক ইলিশ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি
পটুয়াখালীর কুয়াকাটায় জামাল মাতব্বর নামে এক জেলের জালে ধরা পড়ল ২ কেজির এক ইলিশ। মাছটি ৭ হাজার সাতশ টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার আশাখালী মাছ বাজারে এই মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে এক লাখ ৪০ হাজার টাকা মণ ওঠে। পরে ২ কেজি দুইশ গ্রাম ওজনের ইলিশটিকে ৭ হাজার সাতশ টাকায় বিক্রি করেন জেলে জামাল মাঝি। মাছটি কিনে নেন বন্ধন ফিসের মালিক মো. জাহিদুল ইসলাম।

মাঝি জামাল মাতব্বর বলেন, গতকাল সমুদ্রে মাছ ধরতে নেমে আবহাওয়া খারাপ হওয়ায় তীরে চলে এসেছি। ইলিশ মাছ কম তবে একটি ইলিশ আমি ৭ হাজার সাতশ টাকায় বিক্রি করেছি। যে কারণে কম মাছ পেলেও খুব ভালো লাগছে। এর চেয়েও বড় ইলিশ সমুদ্রে পাওয়া যায়। তবে এখন দাম অনেক হওয়ায় যা দাম এসেছে তাতে পুষিয়ে যায় আমাদের।

বন্ধন ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, গত ১১ জুন ৬০ দিনের অবরোধ শেষ হওয়ার পরে কয়েকবার আবহাওয়া খারাপ হওয়ায় জেলেরা ঠিকমতো মাছ ধরতে পারছেন না। তবে আজকে জেলে জামাল একটি মাছ প্রায় ৮ হাজার টাকা বিক্রি করেছেন। এটা তার জন্য অনেক আনন্দের। মাছটি আমি কিনে ঢাকায় পাঠিয়েছি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৬০ দিনের অবরোধ সঠিকভাবে পালন হওয়ায় সাগরে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তবে বৈরী আবহাওয়ায় জেলেরা ঠিকমতো মাছ ধরতে ব্যর্থ হচ্ছেন। আবহাওয়া ঠিক হলে মাছের পরিমাণও বৃদ্ধি পাবে আর দামও নাগালে চলে আসবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার