Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা ধরা, অতঃপর...

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা ধরা, অতঃপর...

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জনতার হাতে মামুন অর রশিদ নামে এক জামায়াত নেতা আটক হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর শালদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

মামুন অর রশিদ হাটশ হরিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী ও দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানায়, ওই নারীর বাড়িতে বেশকিছু যাবত মামুন অর রশিদ নিয়মিত আসা যাওয়া ছিল। এতে স্থানীয়দের সন্দেহ হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রশিদ ওই বাড়িতে ঢুকলে স্থানীয়রা ওই বাড়িতে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে আটক করে।

এ ঘটনার পর এলাকাবাসী তাদের প্রায় ৬ অবরুদ্ধ করে রেখে বিচারের দাবি করেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রাতেই ২৫ লাখ টাকা দেলমোহরে মামুন অর রশিদকে ওই নারীর সঙ্গে বিবাহ দেওয়া হয়।

এলাকাবাসীর তোপের মুখে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ।

তবে এ বিষয়ে কথা বলতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার