Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

আমি নির্বাচিত হলে কেউ যেন ফল পরিবর্তনের সাহস না করে: রুমিন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:২৮ এএম

আমি নির্বাচিত হলে কেউ যেন ফল পরিবর্তনের সাহস না করে: রুমিন

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমি যদি সৃষ্টিকর্তার কৃপায় সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে কোনও মহল গোষ্ঠী, দল বা মানুষ যেন সাহস না করে জনগণের রায়কে উল্টে দিয়ে ফলাফল পরিবর্তন করার।’

শনিবার (৩ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে পাগল শংকর আশ্রমে বার্ষিক মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ক্ষমতায় একেক সময় একেক দল গেছে। কিন্তু আমার সংখ্যালঘু ভাইদের ওপর নিপীড়ন, নির্যাতন কোনও অংশে কম হয়নি।’

তিনি বলেন, ‘আমার মনে আছে, আমি যখন ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে, সংসদে গেলাম, আমি একটি দৈনিকের রিপোর্ট তুলে ধরে বলেছিলাম, বাংলাদেশের স্বাধীনতাত্তোর যেখানে সংখ্যালঘুর শতকরা হিসাব ২২ শতাংশ ছিল। সেই সংখ্যা কমতে কমতে এখন ৯ শতাংশ এসে কেন দাঁড়ালো? এই জন্য বাংলাদেশের রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় গেছে তারা কেউ দায় অস্বীকার করতে পারবে না।’

তিনি বলেন, ‘আমি রামুতে, নাসিরনগরে, বানারিপাড়ায়, কুমিল্লায়, রংপুরে গেছি- আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের মন্দিরের যখন হামলা হয়েছে, আমাকে বিএনপির তরফ থেকেই পাঠানো হয়েছিল। তখন আমি জায়গাগুলো পরিদর্শন করেছি। আল্লাহর কাছে হাজার শোকরিয়া আমার যে সংসদীয় আসন সরাইল আশুগঞ্জ অন্তত এখানে আমি কোনোরকম উগ্রতা বা বিশৃঙ্খলা দেখিনি।’

স্বতন্ত্র এ প্রার্থী বলেন, ‘এখানে নানা মত ধর্ম নানান গোষ্ঠীর মানুষ, সম্প্রীতির সঙ্গে আবহমান কাল থেকে পাশাপাশি বাস করে আসছে। আশা রাখি আমাদের এই এলাকা যেমন বাউল গানের, তেমন কীর্তনের, আবার তেমন ওয়াজ মাহফিলের।’

তিনি বলেন, ‘আমাদের সম্প্রীতির বন্ধন অটুট রাখার স্বার্থে, সত্য এবং ন্যায়ের স্বার্থে, চাঁদাবাজি মামলা বাণিজ্যকে বন্ধ রাখার স্বার্থে- যাকে আপনার যোগ্য প্রার্থী বলে মনে হয় তার বাক্সে ভোটটা দেবেন।’

রুমিন বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী। আমি কোনও দলের না। সুতরাং আমি আপনাদের প্রার্থী। আমি জনগণের প্রার্থী। আমি সব দলমতের মানুষের প্রার্থী। ভোট চাওয়ার সময় আমি কিন্তু আপনাদের সবার কাছে ভোট চাইছি। আমি আপনাদের সবাইকে নিয়ে সরাইল-আশুগঞ্জকে একটা মডেল উপজেলা করবো ইনশাল্লাহ।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার