Logo
Logo
×

সারাদেশ

সাভারে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৫

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৮:৩৫ এএম

সাভারে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৫
সাভারে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে আটককৃতরা ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানায় যৌথবাহিনীর সদস্যরা।

সোমবার (১৬ জুন) রাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ক্যাম্প থেকে আটককৃতদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত ২৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের যৌথ উদ্যোগে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- সোহেল (৩৪), সম্রাট (২৮), সুমন (২৬), দুর্জয় (২৪) ও সমর (২৫)।

যৌথবাহিনী জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ওত পেতে থাকতেন আটককৃতরা। পরে সুযোগ পেয়ে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনতাই করত চক্রটি। পরে রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে সুইস গিয়ার, ছুরি, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। পরে সোমবার রাত ৯টার দিকে আটককৃতদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমানসহ সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার