রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। সোমবার (৮ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
মৎস্য উপদেষ্টার কর্মসূচি
• সকাল ৯টা ৩০ মিনিট : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার WCS Bangladesh & WorldFish Bangladesh আয়োজিত Healthy Ocean প্রকল্পের Inception Workshop -এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ওয়ার্কসপটি অনুষ্ঠিত হবে।
ঢাকা দক্ষিণ সিটি
• সকাল ১০টা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অবৈধ ব্যানার, ফেস্টুন, লিফলেট, বিজ্ঞপ্তি, বিলবোর্ড ইত্যাদি অপসারণ কার্যক্রম পরিচালনা হবে সাইন্স ল্যাবরেটরি (সিটি কলেজ) মোড়ে।
বিএনপির কর্মসূচি
• সকাল ১০টা : ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে শুরু হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
• সকাল ১০টা ৩০ মিনিট : বিএনপির দেশগড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিউটে শুরু হবে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জামায়াতের কর্মসূচি
• বেলা ১১টা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি প্রতিনিধি দল নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে সৌজন্য সাক্ষাতে যাবেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
• বেলা ১১টা ৩০ মিনিট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।
বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে প্রেস ব্রিফিং করা হবে।