Logo
Logo
×

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বুধবার (৩ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি 

• সকাল ১০টা: নয়াপল্টনের ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

• সকাল ১১টা: নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কৃষকদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী।

• সকাল ১১টা ৩০ মিনিট: জাতীয় প্রেসক্লাবের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

• দুপুর ১টা: কমলাপুর পীরজঙ্গি মাজার এতিমখানা মাদ্রাসায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোরআন খতম, দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী।

• বিকাল ৩টা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিরপুর সিটি ক্লাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহযোগিতার জন্য সকালে যুক্তরাজ্য ও চীনের দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

• বিকাল ৪টা: বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কতৃক দুই বাংলাদেশিকে বেধড়ক পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার