রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বুধবার (৩ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
• সকাল ১০টা: নয়াপল্টনের ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
• সকাল ১১টা: নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কৃষকদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী।
• সকাল ১১টা ৩০ মিনিট: জাতীয় প্রেসক্লাবের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
• দুপুর ১টা: কমলাপুর পীরজঙ্গি মাজার এতিমখানা মাদ্রাসায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোরআন খতম, দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী।
• বিকাল ৩টা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিরপুর সিটি ক্লাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহযোগিতার জন্য সকালে যুক্তরাজ্য ও চীনের দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
• বিকাল ৪টা: বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কতৃক দুই বাংলাদেশিকে বেধড়ক পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।