Logo
Logo
×

রাজধানী

রামপুরায় দিনমজুরের গলায় ফাঁস, পরিবারের দাবি আত্মহত্যা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ এএম

রামপুরায় দিনমজুরের গলায় ফাঁস, পরিবারের দাবি আত্মহত্যা

রাজধানীর রামপুরায় অভাব–অনটনের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মন্টু সরদার (২৭) নামে এক দিনমজুর—এমন দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। মৃত মন্টু সরদারের বাড়ি পাবনার আলমপুর থানার পুকুরনিয়া গ্রামে। তিনি মৃত মোবারক সরদারের ছেলে। বর্তমানে স্ত্রী–সন্তানসহ রামপুরা এলাকায় ভাড়াবাসায় থাকতেন।   

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় রামপুরা থানার এসআই রিয়াজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলের বাসায় যাই। সেখানে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন মন্টু। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।  

এসআই রিয়াজুল আরও বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গত কয়েকদিন ধরে দিনমজুর মন্টু খুব বেশি কাজ পাচ্ছিলেন না। অভাব–অনটনের কারণে নিজের ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া আছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার