Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ এএম

যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ

এনইআইআর সংক্রান্ত দাবিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হলেও কোনও সাড়া না পাওয়ায় দেশের মোবাইল ব্যবসায়ীরা কঠোর অবস্থান নিতে শুরু করেছেন।

এর অংশ হিসেবে মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে যমুনা ফিউচার পার্কসহ দেশের বেশ কয়েকটি মোবাইল মার্কেট ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ ঘোষণা করেছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর যমুনা ফিউচার পার্ক শাখার ব্যবসায়ীরা।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, এনইআইআর বিষয়ক জটিলতা দূর করতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার জন্য তারা দীর্ঘদিন ধরে সরকারের প্রতি অনুরোধ জানালেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বাধ্য হয়ে তারা দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার দুপুর ১টায় যমুনা ফিউচার পার্কের সামনে দোকান বন্ধ রেখে মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত ব্যবসায়ীরা পরিস্থিতি পর্যালোচনা করে আগামীকাল বুধবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

ব্যবসায়ীরা বলেন, এনইআইআর বাস্তবায়নের ক্ষেত্রে অসংগতির কারণে বৈধভাবে আমদানি করা ফোন বাজারে বিক্রির ক্ষেত্রে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এতে শত শত দোকানদার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত সমাধানের জন্য তারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মোবাইল মার্কেট বন্ধের এ সিদ্ধান্তে বিপুলসংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার